Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেনঃ

যুবক/যুব মহিলাদের কার্যক্রমঃ (১৮ বছর থেকে ৩৫ বছর বয়সী) * শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম পঞ্চম শ্রেনী পাশ। * যুবক/যুব মহিলাদের আত্নকর্মী হিসাবে গড়ে তোলার নিমিত্ত উদ্ভুদ্ধকরণ। * প্রশিক্ষিত যুবক/যুব মহিলাদের যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে চাহিদা অনুযায়ী প্রশিক্ষন । * প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন- বিষয় ভিত্তিক অনুযায়ী ১ মাস থেকে ১ বছর। * গবাদিপশু, হাঁস মুরগী পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষন। মেয়াদ ২ মাস ১৫ দিন। * প্রশিক্ষন শেষে প্রশিক্ষন সংশিস্নষ্ট বিষয়ে প্রকল্প গ্রহন ও তদারকী করণ। * অর্থিক ভাবে ঋন সহায়তা। ঋনের পরিমান ৪০,০০০/- থেকে ৭৫,০০০/- * অপ্রাতিষ্ঠানিক ট্রেডঃ (উপজেলা ভিত্তিক স্থানীয় চাহিদা অনুযায়ী যে কোন বিষয়ে যে কোন স্থানে প্রশিক্ষক পাওয়া যায় এবং ৩০ থেকে ৪০ জন যুবক/যুব মহিলার বসার স্থান থাকে) প্রশিক্ষন শেষে প্রশিক্ষন সংশিস্নষ্ট বিষয়ে প্রকল্প গ্রহনে কখনো আর্থিক অস্বচ্ছলতা দেখা দিলে যুব ঋন সহায়তা দেয়া হয়। ঋনের পরিমান ২০,০০০/- থেকে ৪০,০০০/- পর্যন্ত। সংগঠন তালিকাভূক্তকরনঃ * সংগঠনকে বৎসরিক অনুদান প্রদান। * সফল অত্নকর্মীকে যুব পুরম্নস্কার প্রদান। * সংগঠনের মাধ্যমে নেটওয়ার্কিং জোরদারকরন কার্যক্রম বাসত্মবায়ন। * ন্যাশনাল সার্ভিস কর্মসুচীর মাধ্যমে বেকার যুবক/যুব মহিলাদেরকে সফল আত্নকর্মী হিসাবে গড়ে তোলার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নির্বাচনী ইসতেহার উচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বাসত্মবায়ন।